জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় খবির সরদার (৫৫) নামে এক কৃষকদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খবির সরদার স্থানীয় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ওই গ্রামের ইউনুস সরদারের ছেলে। একসময় ঢাকায় সিএনজি চালালেও বর্তমানে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমামকে ঘিরে গ্রামে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। ইমাম সাহেবের পক্ষ নেওয়ায় খবির সরদারের সঙ্গে আলমাছ সরদারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে রাতে বাড়ি ফেরার পথে আলমাছ ও তার সহযোগীরা খবির সরদারের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করে পুকুরপাড়ে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই দানেশ সরদার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।