নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিত বা বর্তমানে নতুনধারাকে কোনো ফ্যাসিস্টই সহ্য করতে পারেনি। যে কারণে অতিতের সরকার যেভাবে বঞ্চিত করেছে, জেল-জুলুম-গুমের শিকার করেছে, এই সরকারও তাই করছে। এভাবে বঞ্চনা-নিপীড়ন-নির্যাতন করে ঐক্যবদ্ধতা তৈরি সম্ভব নয়।
২৩ মে নতুনধারার মিডিয়া সেল সদস্য কাজী নওরীনের প্রেরিত এক বিবৃতিতে মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আরো বলেন, ড. ইউনূস শিক্ষার্থীদের সরকার না বলে যদি ছাত্র-যুব-জনতার সরকারের প্রধান উপদেষ্টা বলতেন নিজেকে, তাহলে আর যা-ই হোক আজ তাকে পদত্যাগের কথা ভাবতে হতো না। আমরা চাই করিডর বা বন্দর লিজ দেয়ার মত সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সাথে কথা বলুন, নতুনধারা বাংলাদেশ এনডিবির মত অবিরত ফ্যাসিজম-দুর্নীতির বিরুদ্ধে থাকা রাজনৈতিক প্লাটফর্মগুলোর সাথে আলোচনা করে সংস্কার ও নির্বাচন নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিন। তাহলে আর পদত্যাগের প্রসঙ্গও আসবে না, ফ্যাসিস্ট থেকে নতুন ফ্যাসিস্টের সূচনা হবে