বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের দ্বি- বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শনিবার) দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ হলরুম সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম, সহ সভাপতি মাওলানা এনামুল হক কবির, সহ-সভাপতি মাওলানা মুফতি মোশাররফ হোসেন, সেক্রেটারি খন্দকার মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো.বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেনকে নির্বাচিত করা হয়।
সম্মেলন শেষে কমিটি ঘোষণা করেন, আজকের সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাও. মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সেক্রেটারি এইচ. এম. আব্দুল হাকিম, আরোও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার দায়িত্বশীল নেত্রীবৃন্দ।