মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
সাবেক চাটখিল সরকারি কলেজের ছাত্র নেতা মোঃ রাসেল’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করে পরান চৌধুরী জন্মদিন পালন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত মানবতার সেবায় কাজ করা বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন “ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরান চৌধুরী’র জন্মদিন উদযাপন উপলক্ষে সাবেক ছাত্র নেতা ও সৌদি প্রবাসী মোঃ রাসেলের একান্ত পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমধর্মী সমাজের দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া খেজুর তলা, হালিমা দীঘির পাড়-চন্দ্রগঞ্জ সড়কে রাস্তায় দাড়িয়ে ১০ মার্চ (সোমবার) বিকেলে পরান চৌধুরীর জন্মদিনে, ছাত্র নেতা মোঃ রাসেল এ কর্মসূচি পালন করেন।
সংগঠনের চেয়ারম্যান পরান চৌধুরী বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিজ মাত্রভূমি নোয়াখালী সহ বাংলাদেশের কয়েকটি জেলায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
পরান চৌধুরী, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন সিংবাহুড়া গ্রামের সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর কনিষ্ঠ পুত্র। ছাত্র নেতা রাসেল জানান, সমাজসেবক পরান চৌধুরী আমার অভিভাবক, তিনি নিজ জেলা ছাড়া ও দেশের কয়েকটি জেলায় সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।