সার্ভে করে মোবাইল দিয়ে টাকা উপার্জন করা বেশ সহজ। অসংখ্য মার্কেট রিসার্চ কোম্পানি আছে যারা রিসার্চের জন্য সার্ভে করে। আর এই সার্ভেতে যারা অংশগ্রহণ করে তাদের টাকা দেওয়া হয়। অনলাইন সার্ভে মানে জরিপ করা। সার্ভে সাধারণ কোম্পানি অথবা ব্যক্তিগত রিসার্চের কারণে নেওয়া হয়ে থাকে। আর, এই সার্ভেতে যারা অংশগ্রহণ করে তারা টাকা পায়। মোবাইল ফোন কোম্পানি, অনলাইন সুপার শপ, গ্রাহকদের চাহিদা জানার জন্য সার্ভে করে, যাতে করে গ্রাহকের সন্তুষ্টি বুঝে পণ্য তৈরি করে বিক্রি বাড়াতে পারে। অনলাইনে এমন অসংখ্য ওয়েবসাইট আছে যারা বিভিন্ন কোম্পানির এসব সার্ভেগুলো একসঙ্গে করে তাদের ওয়েবসাইটে রেখে দেয় এবং সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা মেম্বাররা পূরণ করে টাকা উপার্জন করে। অনলাইনে সার্ভে করার অসংখ্য ওয়েবসাইট থাকলেও সবাই টাকা দেয় না। তাই, সার্ভে করার আগেই নিশ্চিত হয়ে নিন। তারা টাকা দেবে কি না।
প্রত্যেক সার্ভেতে আয় : ৩০-১৫০ SB (100 SB = 1) SwagBucks বৃহত্তম এবং সবচেয়ে নির্ভরযোগ্য সার্ভে সাইট। তারা সার্ভে করার পাশাপাশি গেমস, অফার, সার্চ, অনলাইন কেনাকাটা এবং ভিডিও দেখার জন্য পুরস্কার ও অর্থ দিয়ে থাকে। ওয়েবসাইট প্রায় ১৩ বছর ধরে চালু আছে। তাদের ওয়েবসাইটে মোটামুটি প্রতিদিন সার্ভে থাকে। প্রত্যেকটি সার্ভে পূরণ করতে সময় লাগে প্রায় ১০ মিনিট। আর যদি প্রতিদিন ১ ঘণ্টা কাজ করেন, তাহলে আয় করতে পারবেন প্রায় ৬ ডলার। তবে, এদের সাইটে সাইন আপ করে অনেক সময় বোনাস দিয়ে থাকে। এছাড়া, গেম খেলে, শপিং করে, সার্চ করে কিংবা ভিডিও দেখেও আয় করার সুযোগ রয়েছে এই ওয়েবসাইটে।
Toluna
পেমেন্ট পদ্ধতি: PayPal, Amazon Gifts Card
প্রত্যেক সার্ভেতে আয়: ১২০০-৫০,০০০ পয়েন্ট (৮০,০০০ পয়েন্ট এ ১৫ ইউরো)
Toluna এর প্রায় ২১ মিলিয়ন ব্যবহারকারী। এই ওয়েবসাইটটি প্রায় ১৭ বছর ধরে চালু আছে। Toluna-তে একটি সার্ভে সম্পন্ন করতে সময় লাগে ৫-২০ মিনিট। প্রতিটি সার্ভে থেকে আয় করা যায় ১ হাজার থেকে ২ হাজার পয়েন্ট। স্পন্সর পোলে ভোট প্রদান, কমিউনিটিতে পোস্ট করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ, রেফার করে, গেম খেলে, লটারি ধরে প্রচুর টাকা আয় করা সম্ভব।
Toluna ওয়েবসাইট লিংক https://www.toluna.com/
Swagbucks ওয়েবসাইট লিংক https://www.swagbucks.com/lp-savings-button?cmp=695&cxid=swagbuttonref&rb=
সার্ভেতে কাজ করার পূর্বে অবশ্যই তাদের পেমেন্ট পদ্ধতি দেখে নেবেন। আপনার কাছে উক্ত পেমেন্ট পদ্ধতি সহজলভ্য কি না যাচাই করে নেবেন।