ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে কলেজ মিলনায়তনে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
মুখ্য আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহাম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, মোঃ জয়দল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, মোহাম্মদ সফিউল্লাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ঈমাম হোসেন, সদস্য মোঃ বাছির উদ্দিন ও মোঃ সোহেল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, “বর্তমানে নারী শিক্ষার অন্যতম বড় বাধা হলো বাল্যবিবাহ। এ সমস্যা মোকাবেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। কোনো মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়েতে বাধ্য করা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তারা আরও জানান, “কলেজ ক্যাম্পাসের আশপাশে যদি কোনো বহিরাগত বা বখাটে যুবক ঘোরাফেরা করে, ইউএনও বরাবর অভিযোগ জানালে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”