সৈয়দ বশির আহম্মেদ , পিরোজপুর প্রতিনিধি:
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।
গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম’-এর আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। দেশের অর্থনীতি, সমাজসেবা, চিকিৎসা, সাংবাদিকতা ও শোবিজ অঙ্গনের ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় এ আয়োজনে।
তানভীর লিমন পেয়েছেন ‘ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি’ বিভাগে এই পুরস্কার। তিনি চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপক ও কন্টেন্ট নির্মাতা হিসেবে গত চার বছর ধরে কাজ করে আসছেন। বিশেষ করে এবছরের ভালোবাসা দিবসে প্রচারিত ‘প্রেমের গল্প’ শিরোনামের টক শোতে তার উপস্থাপনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতিতে তানভীর লিমন বলেন,
“এই অর্জন শুধু আমার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের সবার। আমি এই সম্মাননা উৎসর্গ করছি বিনোদন সাংবাদিকতা ও কন্টেন্ট নির্মাণে নিয়োজিত সকল সহকর্মীদের। এই পুরস্কার আমাকে ভবিষ্যতের কাজগুলোতে আরও আন্তরিক করে তুলবে।”
অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও বার্তা২৪.কমের সিনিয়র নিউজরুম এডিটর ও সেরা সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত আল মাসিদ (রণ)।
উল্লেখ্য, শোবিজ বিভাগে এবার পুরস্কার পেয়েছেন:
চিত্রনায়ক ইমন, অভিনেতা সোহেল মণ্ডল, অভিনেত্রী শবনম ফারিয়া, সাফা কবির, তানজিন তিশা, সাদিয়া আয়মান, সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা, সংগীত পরিচালক পুলক অধিকারী ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী এবং বিশেষ অতিথি ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা।
তানভীর লিমনের এই অর্জনে গর্বিত পিরোজপুরবাসী। তার অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।