সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালের কণ্ঠের রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা পর্বে বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাদার সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, “এই এক বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, বরং গুণগত মান, দায়িত্ববোধ ও সত্য অনুসন্ধানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠক তাজুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক সংগঠক প্রশান্ত বসাক, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, সোহরাব আলী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৪ জন প্রতিবন্ধীকে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন—একজন সফল ব্যবসায়ী, একজন আদর্শ ও সফল পিতা যার তিন সন্তান হাফেজে কোরআন এবং সফল দুইজন শিক্ষার্থী।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভবিষ্যৎ সফলতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির।