বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুন্তিমদিপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কলা গাছ ভাঙা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বপ্না বেগম (৪৫) নামের গৃহবধূকে কুপিয়ে আহত করেছে। ওই গৃহবধূকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূ স্বপ্না বেগম কুমারাইল পূর্ব পাড়া গ্রামের হাফিজ মোল্যার স্ত্রী।
গৃহবধূর স্বামী হাফিজ মোল্যা জানান, পুন্তিমদিপাড়া গ্রামে তার কলা বাগানের কলা গাছ ভেঙে ফেলে পুন্তিমদি পাড়া গ্রামের নুর ইসলাম শেখের ছাগলে। তার স্ত্রী বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কলাবাগানে গিয়ে রাগারাগি করলে নুর ইসলাম শেখের ছেলে শামিম শেখ (২২) রামদা দিয়ে ওই গৃহবধুর মাথায় কোপ দেয়। আহত অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। তার মাথায় ১২টি সেলাই লেগেছে।
হাফিজ মোল্যা আরো জানান, শামীম শেখ কিছুদিন আগে স্থানীয় এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া চুরি করে বেড়ায় এলাকায়।
শামীম শেখের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারনে তার বক্তব্য দেয়া হলো না।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, স্বপ্না বেগম আহত অনেক বেশি।
ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মধু সূদন পান্ডে বলেন, গৃহবধূকে কোপানোর ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।