নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির অষ্টম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে একসাথে ২৭টি ভুল ধরা পড়েছে। বানান, ব্যাকরণ ও বাক্য গঠনের অসঙ্গতিতে পরিপূর্ণ এই প্রশ্নপত্রে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে ভুল বানান যেমন: sucessfull, crewl, retional, prablams, itrs, tible, ther ইত্যাদি। আরও রয়েছে বিভ্রান্তিকর ও অর্থহীন বাক্য: don’t angry, stay to cused, hour head master — যেগুলোর সঠিক অর্থ বা কাঠামো বোঝা কঠিন।
এছাড়া প্রশ্নপত্রে দেখা গেছে ভুল শব্দ ব্যবহার, যেমন: Robper Bruce, form, thier, in near by forest — যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং ইংরেজি বিষয়ের প্রতি ভীতি তৈরি করতে পারে।
এক অভিজ্ঞ ইংরেজি শিক্ষক মন্তব্য করেছেন, “এ ধরনের ভুল শুধুমাত্র অদক্ষতা নয়, বরং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।”
একাডেমির অধ্যক্ষ তফায়েল আহম্মেদ জানান, প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যাঁরা এই প্রশ্ন যাচাই বা অনুমোদনের দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের অভিযোগ, প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বেতন নেওয়া হয়, অথচ এমন প্রশ্নপত্রে প্রমাণ হয় প্রতিষ্ঠানটি শিক্ষার মান নিশ্চিত করতে ব্যর্থ।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, এমন ঘটনা শিক্ষার মান ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। তাদের মতে, প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা গঠনের সুযোগ থাকে, অথচ এখানে তা বিঘ্নিত হয়েছে।
জেলা পুলিশ সুপার ও একাডেমির চেয়ারম্যান এ.এফ.এম. তারিক হোসেন খান গণমাধ্যমকে জানান, প্রশ্নপত্রটি সংগ্রহ করে পর্যালোচনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।