নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে উপসহকারী প্রকৌশলী শরীফ মো. নুরুল ইসলাম একই অফিসের হিসাবরক্ষক শাহাবুদ্দীনকে শারীরিক লাঞ্ছিত করার চেষ্টা করেন। ঘটনাটি (২৫ জুন) দুপুর ১২টার দিকে এলজিইডি অফিসের হিসাবরক্ষকের কক্ষে ঘটে।
হিসাবরক্ষক মো. শাহাবুদ্দীন অভিযোগ করেন, “আমি অফিসের নিয়ম মাফিক কাজ করছিলাম। হঠাৎ একটি বিষয়ে উপসহকারী প্রকৌশলী শরীফের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে তেড়ে আসেন। যদি সহকর্মীরা না intervened করতেন, তাহলে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো।”
অপর দিকে জানা যায়, উপসহকারী প্রকৌশলী শরীফ মো. নুরুল ইসলাম অফিসে প্রায়ই উগ্র ও রুঢ় আচরণ করেন এবং নিজেকে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে কর্মচারীদের উপর দাপট চালান। এর ফলে অনেক কর্মচারী তার দৃষ্টিভঙ্গি ও আচরণ নিয়ে মুখ খুলতে পারেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অফিস সহায়ক জানান, “সরকারি অফিসে এমন মারমুখী আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন ব্যক্তির নয়, পুরো অফিসের পরিবেশকে দুর্বল করে।”
অন্য এক প্রত্যক্ষদর্শী অফিস কর্মী বলেন, “শরীফ স্যারের রুঢ় ব্যবহার সাধারণ ব্যাপার। কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি হঠাৎ করে শাহাবুদ্দীনের দিকে তেড়ে যান। আমরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী শরীফ মো. নুরুল ইসলাম বলেন, “কিছু কথা কাটাকাটি হয়েছে, তবে মারামারি বা শারীরিক হেনস্তার কোনো ঘটনা ঘটেনি।”
সুবর্ণচর উপজেলা প্রকৌশলী হাফিজুল হক বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বিষয়টি ছোটখাট কথাকাটাকাটি ছিল। পরে আমি দুই পক্ষকে শান্ত করি এবং একজনকে অফিসে রেখে অন্যজনকে বাইরে নিয়ে আসি।”