Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে অবৈধ যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা

Bangla FMbyBangla FM
৪:০৫ am ০৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার আঞ্চলিক সড়কসহ বিভিন্ন সড়কগুলোয় অবাধে চলছে অবৈধ নছিমন, বালুবাহী ড্রাম ট্রাক ও ভটভটি। বেশ কয়েকবার বন্ধ করার পদক্ষেপ নিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। নিষেধাজ্ঞার পরও সকলের নাকের ডগায় বেশ দাপটের সঙ্গেই চলছে এসব নিষিদ্ধ যানবাহন। অজানা কারণে বন্ধ হচ্ছে না এ সব অবৈধ যানবাহন। এতে সড়ক দুর্ঘটনার সঙ্গে বাড়ছে নিহত ও আহতদের সংখ্যা।

এ ছাড়া রাস্তায় অবৈধ যান চলাচলে হুমকিতে গ্রামীণ জনজীবন। জমি চাষ করার জন্য এসব ট্রাক্টর কিনলেও কিছু অসাধু মুনাফাভোগী ব্যবসায়ী বা ইটভাটা মালিক গাড়ি বানিয়ে মাটি কাটার কাজে ব্যবহার করছে। একদিকে যেমন ফসলি জমি হারাচ্ছে জমির উর্বরতা অন্যদিকে টপসয়েল কমে যাওয়ায় দিন দিন হ্রাস পাচ্ছে ফসল উৎপাদন। এসব গাড়ি চলাচল করায় নষ্ট হচ্ছে রাস্তাঘাট। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

গত ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সদরপুর টু আটরশি আঞ্চলিক সড়কে নসিমন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় দরানী (২৪) নামে এক নসিমন চালক মারা যান। ২১ জানুয়ারি সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজ ছাত্র মারা যান। গতবছর ৪ ডিসেম্বর সদরপুর টু পুখুরিয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আসরাফুল আলম আশিক নামের এক ব্যক্তি মারা যান। ২১ সেপ্টেম্বর সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আসলাম শেখ (২২) নামে এক ব্যক্তি মারা যান। ৭ আগস্ট পিয়াজখালী টু মনিকোঠা আঞ্চলিক সড়কের মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে শাওন খান (২০) নামের এক যুবক মারা যান এবং দুই জন গুরুতর আহত হন। এ ছাড়াও বিগত বছর গুলোতে অসংখ্য সড়ক দুর্ঘটনায় সদরপুর উপজেলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

জান যায়, এসব অবৈধ গাড়ি চালকেদের কোন দক্ষতা না থাকায় যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। হঠাৎ করেই ইউটার্ন নিয়ে বসে। এতে দুর্ঘটনা বেশি হয়। যার কারণে ভয়াবহ রূপ নিয়েছে সড়ক দুর্ঘটনাও। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। অনেকেই দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছেন। ঘন ঘন দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য এ ধরনের যান বহুলাংশে দায়ী। অবৈধ এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত যানজট বাড়ছে। এই যানবাহন গুলোর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ভেঙ্গে যাচ্ছে সড়ক। ফলে সরকারের কোটি টাকার সড়ক ভেস্তে যাচ্ছে।

সদরপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, অদক্ষ চালক আর অবৈধ গাড়ির কারণে সদরপুর বাজারের সামনের সড়ক থেকে কলেজ মোড় যেতে ২ মিনিটের রাস্তায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। কখনো কখনো অতিরিক্ত জ্যামে ২০ থেকে ২৫ মিনিটও লেগে যায়। রাস্তায় এখন বহু ইজিবাইক চলাচল করে। এই ইজিবাইক গুলো নির্দিষ্ট স্ট্যান্ডে অপেক্ষা না করে রাস্তার দুই পাশে দাড়িয়ে অপেক্ষা করে এবং চালকেরা রাস্তার মধ্যেই যাত্রী ওঠা-নামা করান। রাস্তা এখন ইজিবাইক, ড্রাম ট্রাক, নসিমন ও ভটভটির দখলে। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশরাত হোসেন বলেন,
সদরপুরে প্রতিটি ইট ভাটার মালিকেরা ড্রাম ট্রাক ও ভটভটির বোঝাই করে বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে উপজেলার প্রধান-প্রধান সড়ক ব্যবহার করে এসব মাটি তাদের ইট ভাটায় নেয়। ট্রাকে করে এই মাটি নেওয়ার সময় বহু মাটি সড়কে পরে যায়। পরে একটু বৃষ্টি হলেই সড়কে পরে থাকা এসব মাটি কাঁদামাটিতে রূপ নেয়। এই কাঁদামাটির কারণে সড়ক দিয়ে চলাচলে সমস্যা হয় এবং এই মাটিতে স্লিপ করে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ইট ভাটার মালিকেরা কোন পদক্ষেপই নেয় না।

ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা আছিরন বিবি বলেন, রাত-দিন সব সময় আমাদের বাড়ির সামনের সড়ক দিয়ে বালু বোঝাই ট্রাক চলাচল করে। এসব ট্রাকের বালু খোলা অবস্থায় থাকে। ট্রাকে করে এই বালু নেওয়ার সময় আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র সব ধুলায় ভরে যায়। রাতভর এই ট্রাক চলাচলের শব্দে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। শুধু তাই নয়,
বাড়ির সামনের সড়কে চলাচলের সময় আমরা খুব ভয়ে থাকি। কখন যে এই ট্রাক গুলো আমাদের চাপা দিয়ে দিবে কে জানে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন বলেন, আমরা অবৈধ যানবাহন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে মাটি বোঝাই ১২ টি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে এসেছি। নিয়মিত মামলা হয়েছে এসব ট্রাকের বিরুদ্ধে। অবৈধ যান চলাচল বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে যুদ্ধ নিয়ে এবার কড়া হুঁশিয়ারি তুরস্কের
  • পদত্যাগ করে এখনো সরকারি বাসায় আসিফ–মাহফুজ
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়, শীর্ষে কলকাতা
  • ফরিদপুর-৪ আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘নয় ভাই’
  • আ.লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিনই দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম