রিপন মারমা রাঙ্গামাটি :
রাঙ্গামাটি কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৭টার দিকে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষে এ সংবর্ধনা
অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল সঞ্চালনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর সভাপতির হারুনুর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি।
আমরা সবাই দেখেছি একমাত্র আমীরে জামায়াতের নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের খুঁজে-খুঁজে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এর সাক্ষী উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারী ভাই-বোনেরা গণঅভ্যুত্থানে ভূমিকা ও শহীদ হওয়ার ঘটনা এবং স্থান সংরক্ষণ করা হয়েছে। এই গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দিবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময়ে আরও বক্তব্য প্রদান করেন, আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আমির হোসাইন, জুলাই আহত যোদ্ধা তাহসিন কবির, ইমতিয়াজ আবসার চৌধুরী, ছাত্রশিবিরের চন্দ্রঘোনা সভাপতি শাহাদাত হোসেন, কাপ্তাই সভাপতি ইসরাফিল সৈকত প্রমূখ।
সংবর্ধিত আহত ছাত্ররা হলেন, বিএসপিআই কাপ্তাইয়ের শিক্ষার্থী তাহসিন কবির, শরাফত আলম শাক্কি, ইমতিয়াজ আবসার চৌধুরী, মঈনুল হাসান, প্রবন চন্দ্রনাথ, তাহমিদুল ইসলাম, জাকের হোসেন জাহেদ, আবদুল কাইয়ুম, আদিত্য তালুকদার, আনিসুর রহমান ও শোভন আচার্য।উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সমাজ সেবক নিজাম হোসেন,আমার দেশ কাপ্তাই প্রতিনিধি কবির হোসেন, সাংবাদিক রিপন মারমা,জয়নাল আবেদীন প্রমূখ।