শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিডা রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব আব্দুল মোতালেব সরকার এবং নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। শুভেচ্ছা বক্তব্য দেন বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী। পুরো কর্মশালা সঞ্চালনা করেন বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলম।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, এবং স্থানীয় শিল্পপতি ও বিনিয়োগকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, “ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য সারা দেশের মধ্যে মাত্র দুটি উপজেলা বাছাই করা হয়েছে—সৈয়দপুর এবং ময়মনসিংহের ভালুকা। সৈয়দপুরে বহুমাত্রিক শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে এই অঞ্চল দেশের অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে।”
প্রশ্নোত্তর পর্বে সৈয়দপুরের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরা তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু, নোয়া গ্রুপের এমডি রাজ কুমার পোদ্দার, শ্যামলী সিটি গ্রুপের গৌতম হালদার, ইউনিক প্লাইউড লিমিটেডের ইমতিয়াজ আহমেদ, এম আর ইন্টারন্যাশনালের মতিয়ার রহমান দুলু, যমুনা এগ্রো ইন্ডাস্ট্রিজের শওকত চৌধুরী, লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের এরশাদ হোসেন পাপ্পু এবং সেলিম অটো ফ্লাওয়ার মিলসের আবুল কালাম আজাদ।
প্রায় শতাধিক আমন্ত্রিত ব্যক্তির অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন—শিল্পপতি, বিনিয়োগকারী, আমদানি-রপ্তানিকারক, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।