মোঃ মামুন মোল্লা খুলনা :
খুলনা মিরেরডাঙ্গা অবস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতালে ২১ শে জুলাই সোমবার বেলা ১২ টায় দৌলতপুর ফায়ার স্টেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দৌলতপুর ফায়ার স্টেশনের সদস্যরা খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ডাক্তার ও নার্সদের আগুন নেভানোর উপর মৌলিক মৌখিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। আগুন লাগলে সর্বপ্রথম করণীয় এবং আগুন নেভানোর কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। কোথাও আগুন লাগলে ভেজা বস্তা বা কম্বল অথবা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কিভাবে আগুন নেভানো হয় তা হাসপাতাল স্টাফদের হাতে কলমে দেখানো হয়।এ সময় আগুন লাগলে বা যদি কেউ আগুনে পুড়ে যায় তবে বিচলিত না হয়ে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন খুলনা বক্ষব্যাধি হাসপাতালের সুপার ডাঃ মুহাম্মদ এমরান হোসেন । তিনি বলেন যদি কেউ বার্ন হয় তবে প্রথমে সেখানে প্রচুর পানি দিতে হবে এবং প্রচুর মিনারেল ,ভিটামিন সি ,হাই প্রোটিন খাবার খেতে হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ও ব্যথার ওষুধ খেতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মাইক্রোবায়োলজিষ্ট মামুন হাসান, হাসপাতালের প্রধান সহকারী এইচ এম শামীম আহসান, হিসাব রক্ষক হারুন অর রশিদ, স্টোর কিপার হারুন অর রশিদ সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।