সিলেট ব্যুরো’- সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল হোসেন আজিজের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। তার মাথায় ৬টি সেলাই লেগেছে। এসময় সন্ত্রাসীরা আজিজের সাথে থাকা বেশ কয়েকজন নেতা কর্মীর মটরসাইকেল ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১১ এপ্রিল সন্ধ্যার দিকে সিলেট ল’কলেজের সামনে।
স্বেচ্ছাসেবকদলের কয়েকজন কর্মী জানান, আজিজ নেতা কর্মীদের নিয়ে সিলেট ল’কলেজের সামনে আলাপরত অবস্হায় ছিলেন। এসময় মাছিমপুরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী দিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আজিজ ও তার সঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আজিজসহ ৪ জন আহত হন। তবে স্বেচ্ছাসেবকদল সুত্রে জানা গেছে, দিপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সসস্ত্র ক্যাডাকর। গার্ডেন টাওয়ারের পাশে একটি চা স্টলে বসাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর স্হানীয় লোকজন আজিজ ও তার সাথের আহতদের হাসপাতালে প্রেরন করেন।
এদিকে আজিজের উপর হামলার খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপি নেতাকর্মীরা রাত ১১টার দিকে মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের আক্রমণের চেষ্টা করেন। এতে বিএনপি নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা গার্টেন টাওয়ার এলাকায় জড়ো হতে শুরু করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সদস্যরাও ছিলেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মারধরের বিষয়টি স্বীকার করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, আজিজের উপর আওয়ামী লীগের এক সন্ত্রাসী হামলা করেছে। সে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের স্বামী।
সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে মাছিমপুর ও সোবহানীঘাট এলাকায়। সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে রয়েছেন। তারা নেতাকর্মীদের শান্ত রাখার চেষ্টা করছেন।
রাত ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাংচুরকৃত মটর সাইকেল পুলিশের জিম্মায় নেয়া হয়। তবে এ ঘটনায় এখনও কোন মামলার খবর পাওয়া যায়নি।
প্রবণতা
- বাক প্রতিবন্ধী তরুণীকে চিনে থাকলে যোগাযোগ করুন – মানবিক সহযোগিতা প্রয়োজন
- তাপপ্রবাহের পর স্বস্তির সম্ভাবনা, আসছে বৃষ্টি ‘ঝংকার’
- আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজার উত্তাল
- কমলগঞ্জ সীমান্তে আটক ১৫ জনকে থানায় সোপর্দ করলো বিজিবি
- মোহনগঞ্জে রাতে অভিযান, গ্রেফতার আ.লীগের চার নেতা
- কৃষকের আড়াই বিঘা জমি কেটে দিল দুর্বৃত্তরা
- ১৩২৬ জনের টিসিবির পণ্য ইউনিয়ন পরিষদের জিম্মায়
- কিশোরগঞ্জে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ
সিলেট মহানগর সেচ্ছাসেবকদল নেতার উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা
Keep Reading
একটি মন্তব্য যোগ করুন
আপডেট সদস্যতা
বাংলা এফএম থেকে সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ ও আপডেট পান
Publisher: Anwar Murad
Editor: Mo Rashidul Islam (Rashed Manik)
Office- House-164/1, Road-3, Muhammadia Housing Limited, Muhammadpur, Dhaka.Mobile-01915-098961 Email: bangla.fm2020@gmail.com
© 2025 BanglaFM. All Rights