নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত ধর্ষক সেকেন্দার আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁর পোরশা থানা পুলিশ। আজ শনিবার সন্ধার দিকে ধর্ষণের শিকার ব্যাক্তিকে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে আটক করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা। আটককৃত সেকেন্দার আলী নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, আটককৃত সেকেন্দার আলী ব্যবসায়ীক কারনে দীর্ঘদিন যাবৎ পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করে আসছিল। সেখানে ভিকটিম ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে ও ভঁয়ভিতি দেখিয়ে ইচ্চার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন। এতেকরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। প্রায় সাড়ে ৫ মাস পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। পরবর্তীতে গতকাল শনিবার ভিকটিম স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই পোরশা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে। সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, আটকের পর আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান
প্রবণতা
- বাউফলে তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনাবাহিনী
- গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধ নারীকে উদ্ধার করলো দুই জেলে
- কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলায় থানায় মামলা
- ময়নাতদন্ত শেষে চিনগ্ধী চাকমা মরদেহ পরিবারে কাছে হস্তান্তর
- মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাওয়াতি গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী
- সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
- পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামি আটক
- শিবগঞ্জে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি