নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিমানবন্দরে যে খালি ম্যাগজিন পাওয়া গেছে, সেটি ছিল ‘ভুলে রেখে দেওয়া’ একটি পিস্তলের ম্যাগজিন। তিনি একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন— এ ধরনের বক্তব্যকে অস্বীকার করে বলেন, “এটা একে ৪৭ নয়, এটা তাঁর ব্যবহৃত একটি পিস্তলের খালি ম্যাগজিন।”
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এটা জাস্ট একটা ভুল। অনেক সময় এমন হয় যে চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নিয়ে বেরিয়ে পড়েন— তেমনি একটি ভুল। তিনি যদি জানতেন, কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতেন না।”
তবে প্রশ্ন উঠেছে— অস্ত্রের লাইসেন্স পেতে সাধারণত বয়স কমপক্ষে ৩০ বছর হতে হয়, অথচ উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি— তাহলে তিনি কীভাবে লাইসেন্স পেলেন? এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারব না।”
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগজিনটি ধরা পড়েনি, ধরা পড়ে তৃতীয় দফায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার ভাই যদি নেতা হন, তাহলে ঢোকার সময় অনেক সময় একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজ যেন কারো না হয়, আইন সবার জন্য সমান— সেটিই আমাদের বার্তা।”
এদিনের বৈঠকে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “এই সময়কে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।”