সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও তারুণ্যের অহংকার জাকির হোসেন উজ্জ্বলকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করেছে। ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলভাবে সম্পন্ন করতে তাকে সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য এই কর্মসূচিগুলো যৌথভাবে আয়োজন করছে জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীদের সাথে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে জাকির হোসেন উজ্জ্বলকে। একইসঙ্গে সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ হোসেন (সমন্বয়ক-১) ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (সমন্বয়ক-২)। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত ১৫ মে ২০২৫ তারিখের এক পত্রে এ তথ্য জানানো হয়।
জাকির হোসেন উজ্জ্বল একজন পরিচিত ও পরীক্ষিত রাজনীতিক। নব্বই দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন এবং কলেজ,জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নানা পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। বহুবার কারাবরণ করা এই নির্যাতিত নেতা বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারসহ সিলেট বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও শুভেচ্ছা বার্তায় ভরে গেছে নিউজফিড। অনেকেই মন্তব্য করছেন, এই দায়িত্ব তার প্রাপ্য ছিল এবং এই দায়িত্ব তার নেতৃত্ব দক্ষতার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার প্রকাশ।
তারুণ্যের শক্তিকে রাজনীতির মঞ্চে আরও অর্থবহ ও গণমুখী করতে এই সম্মেলন ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সিলেটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গ।