মিজানুর রহমান, তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের (শ্রমিকদল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. আল-আমিন হাওলাদারকে আহ্বায়ক এবং মো. সিদ্দিকুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় জেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: মো. আমীর হোসেন
- যুগ্ম-আহ্বায়কগণ: সানু হাওলাদার, তামিম হোসেন রানা, ইব্রাহিম হাওলাদার, ইউসুফ হাওলাদার, মনির সিকদার, নাসির উদ্দিন পিন্টু মোল্লা, সাইদুল মীর, আল-আমিন মল্লিক
- সদস্য: শাহ আলম, আফজাল হোসেন, নুর জামাল হোসেন, জাহিদ তালুকদার
নির্ধারিত সময়সূচি:
নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি গঠন করতে হবে। এরপর আগামী ২০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটির কার্যকাল ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।