গত মাসে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দরিভাল জুনিয়রের অধ্যায় শেষ হওয়ার পর থেকেই কোচের পদটি ফাঁকা রয়েছে। সেই শূন্যস্থান পূরণের জন্য বিশ্ব ফুটবলে গুঞ্জন চলছিল যে, রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি হতে পারেন সেলেসাওদের পরবর্তী পথপ্রদর্শক। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে দাবি করছে স্পেনের একাধিক গণমাধ্যম।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, ইতালিয়ান কোচ আনচেলত্তি চলতি মৌসুম শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে পারে। উল্লেখযোগ্যভাবে, ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে আনচেলত্তি ডাগআউটে থাকতে পারেন।
এদিকে রিয়ালের পক্ষ থেকেও আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থেমে নেই। আসছে রোববার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে যদি রিয়াল হেরে যায়, তবে ক্লাব কর্তৃপক্ষ মৌসুম শেষ হওয়ার আগেই তাকে বিদায় জানাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
রেলেভো নামের একটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে আর রিয়ালের ডাগআউটে দেখা যাবে না। ফলে রিয়াল মাদ্রিদ যদি আগেভাগেই আনচেলত্তিকে ছাঁটাই করে, তবে তার পরবর্তী গন্তব্য হিসেবে ব্রাজিল জাতীয় দলকে বেছে নেওয়ার পথ প্রশস্ত হবে। জানা গেছে, রোমা ও এসি মিলানও তাকে কোচ হিসেবে পেতে আগ্রহী ছিল, তবে আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
অন্যদিকে, আনচেলত্তির বিদায়ের সম্ভাবনার প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদও নতুন কোচ নিয়োগের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসছেন সাবি আলোনসো। বর্তমানে বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে দুর্দান্ত পারফর্ম করছেন এই সাবেক রিয়াল মিডফিল্ডার। লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো জানিয়েছেন, ক্লাবটির সঙ্গে আলোনসোর ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’ রয়েছে—যার অর্থ, রিয়াল মাদ্রিদের মতো তার সাবেক কোনো ক্লাব যদি তাকে কোচ হিসেবে চায়, তবে লেভারকুজেন বাধা দেবে না।
সব মিলিয়ে, ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলে বড় ধরনের পরিবর্তনের আভাস স্পষ্ট। আর এর কেন্দ্রে রয়েছেন কার্লো আনচেলত্তি ও ব্রাজিল জাতীয় দল।