শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
বাঁশ কাটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নিজ বাড়িতে অগ্নি সংযোগ ও প্রতিমা ভাঙচুর দেখিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। এমনই ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলায়।
এলাকাবাসী ও ডিমলা থানা সূত্রে জানা যায়, ডিমলা মেডিকেল মোড় পূর্ব পাশে বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের বিভুতি লাল ও কৃষ্ণ কুমার গং এই দুই হিন্দু পরিবার দীর্ঘদিন হতে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
এরই প্রেক্ষিতে গত রোববার ২০ শে জুলাই দুপুরে বাঁশ কাটা নিয়ে দুই হিন্দু পরিবার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর পরপরই রিপন কুমার এর বাড়িতে থাকা একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।
প্রতিপক্ষ বিভুতি লাল পরিবার ও বন্ধু আমজাদকে ধর্মীয় উস্কানি মামলায় ফাঁসানোর উদ্দেশ্যেই এই ভাঙচুর করা হয়। এই বিষয়ে বিভুতি লাল ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে ডিমলা থানার প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গতরাত ১ টায ৪ জনকে গ্রেফতার করেন। ডিমলা সদর ইউনিয়নের ইউপি সদস্য কৃষ্ণ কুমার, পদ্মলোচন কুমারের দুই ছেলে স্বপন কুমার ও রিপন কুমার এবং প্রনব কুমারের ছেলে অন্তর কুমার।
এই বিষয়ে ডিমলা থানার অফিসার্স ইনচার্জ ফজলে এলাহী বলেন, সুষ্ঠ তদন্তের প্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান। গ্রেফতার আসামীদের জেলা আদালতে পাঠানো হয়েছে।