সৌদি আরব বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, এই নিষেধাজ্ঞা জুন মাসজুড়ে কার্যকর থাকবে এবং হজ মৌসুম শেষে তা প্রত্যাহার করা হবে। আরব টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের এ সিদ্ধান্তের ফলে হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করতে আগ্রহী অসংখ্য শ্রমিক এই সময়ে ভিসার জন্য আবেদন করে থাকেন। ফলে এই ঘোষণা সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসী কর্মীদের জন্য এক অপ্রত্যাশিত ধাক্কা হিসেবে এসেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, হজ মৌসুমে ভিড় ও প্রশাসনিক চাপে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হলেও এটি বিভিন্ন দেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহে সাময়িক প্রভাব ফেলতে পারে।
প্রবণতা
- লক্ষ্মীপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৫০ যাত্রী ফেরত পেলেন অতিরিক্ত ভাড়া
- ট্রাম্প প্রশাসনের সময় ৭.৪ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিতে ইসরায়েলকে সমর্থন, জানালেন মার্কিন কর্মকর্তারা
- ইসরায়েলের পাশেই ভারত’, ইরান হামলায় মোদী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভে প্রিয়াঙ্কা গান্ধী
- তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, ইসরায়েলে নিহত ৫
- লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেট ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
- দৌলতপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এস.এ জিন্নাহ কবিরের প্রচারণা
- মাসে ৫ ওসির বদলি: ক্ষেতলাল থানায় চলছে অস্থিরতা