নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষারধসের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত আটজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার (৩ নভেম্বর) স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো রয়টার্সকে জানান, কাঠমান্ডুর উত্তর-পূর্বে দোলাখা জেলার ইয়ালুং রি হিমাল (উচ্চতা ১৮ হাজার ৪৭০ ফুট) পর্বতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত বা নিখোঁজদের জাতীয়তা ও পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তা মাহাতো আরও জানান, আহত চার পর্বতারোহীকে নিকটবর্তী একটি গ্রামে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টারসহ স্থলপথে তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত, ইয়ালুং রি পর্বতটি নেপালের উত্তর-পূর্বাঞ্চলের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত, যেখানে পর্বতারোহীদের প্রায়ই তুষার, বরফ ও পাথরের ঝুঁকির মুখোমুখি হতে হয়।







