মুহম্মদ আবুল বাশার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসছে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় ধানের শীষের প্রার্থীদেরকে মনোনিত করেন।সোমবার তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।
ময়মনসিংহ ১-হালুয়াঘাট- ধোবাউরা আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ২-ফুলপুর– তারাকান্দা আসনে মোতাহার হোসেন তালুকদার,
ময়মনসিংহ ৩-গৌরিপুর আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন,ময়মনসিংহ ৪-সদর আসনে স্থগিত রাখা হলো।ময়মনসিংহ ৫-মুক্তাগাছা আসনে জাকির হোসেন বাবলু,ময়মনসিংহ ৬– ফুলবাড়িয়া আসনে
আখতার উল আলম ফারুক,ময়মনসিংহ ৭-ত্রিশাল ডা.মাহবুবুর রহমান লিটন,
ডা.মাহবুবুর রহমান লিটন,
ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু,
ময়মনসিংহ ৯-নান্দাইলে
ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ ১০-গফরগাও আসনের প্রার্থী স্থগিত,ময়মনসিংহ ১১-ভালুকা আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কে বিএনপির প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে।







