ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে রোববার (২ নভেম্বর) প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
১৯৮৩ ও ২০১১ সালে পুরুষদের বিশ্বকাপ জয়ের পর এবার নারীদের হাত ধরে ভারত পেল নতুন গৌরব। এই ঐতিহাসিক জয়ের পর আনন্দে উচ্ছ্বসিত পুরো দেশ, আবেগে ভেসেছেন ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররাও।
লিজেন্ডারি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন,
“১৯৮৩ সালের বিশ্বকাপ জয় আমাদের প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিল। এবার আমাদের নারী দল সেটি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা অসংখ্য তরুণীকে অনুপ্রাণিত করেছে মাঠে নামতে, ব্যাট–বল হাতে স্বপ্ন তাড়া করতে। এটি ভারতীয় নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক অধ্যায়—পুরো জাতি গর্বিত।”
তারকা ক্রিকেটার বিরাট কোহলিও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,
“মেয়েরা ইতিহাস তৈরি করেছে! তাদের এই অর্জনে আমি ভীষণ গর্বিত। বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল আজ আমরা দেখছি। হারমানপ্রীত ও তার দল অসাধারণ কিছু করেছে। এই সাফল্য ভবিষ্যতের প্রজন্মের মেয়েদের ক্রিকেটে আগ্রহী করবে।”
অন্যদিকে ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ গৌতম গম্ভীর লিখেছেন,
“তোমরা শুধু ইতিহাস তৈরি করোনি, এমন এক উত্তরাধিকার রেখে গেছো যা প্রজন্মের পর প্রজন্ম মেয়েদের অনুপ্রাণিত করবে।”
ভারতের নারী দলের এই সাফল্যে গোটা দেশ এখন উৎসবের আমেজে। অনেকেই বলছেন, এ জয় শুধু ট্রফি নয়—এটি ভারতের নারী ক্রিকেটের নতুন সূচনার প্রতীক।







