ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর সম্প্রতি সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে আলোচনায় আসেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ছড়িয়ে পড়ায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন।
গণমাধ্যমে শাবনূর বলেন, সালমান শাহের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বপূর্ণ। তিনি জানান, “সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন। তিনি আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন, আর তার স্ত্রী সামিরার সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল।”
নায়িকা আরও বলেন, শুটিংয়ের সময় সামিরাই তার পোশাক ও গয়না ঠিক করে দিতেন। সালমানের মৃত্যুসংবাদ শুনে তিনি ভেঙে পড়েছিলেন এবং এফডিসিতে গিয়ে তাকে শেষবার দেখেছিলেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও শাবনূর জানিয়েছেন, ভালো গল্প পেলে আবারও চলচ্চিত্রে ফিরবেন। তার ভাষায়, “শিল্পীদের বয়স দিয়ে মাপা ঠিক নয়—ভালো চরিত্র পেলে আমি আবারও অভিনয়ে ফিরব।”







