বলিউড অভিনেতা সাইফ আলী খান মনে করেন, স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা মোটেও ভালো ধারণা নয়। সম্প্রতি এস্কায়ার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেন।
নব্বইয়ের দশকে রোমান্টিক হিরো হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাইফের। তবে বিক্রমাদিত্য মোতওয়ানির ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে নতুন করে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছেন তিনি। সাক্ষাৎকারে সাইফ জানান, সময়ের সঙ্গে তিনি বুঝেছেন — পেশাগতভাবে স্ত্রী বা প্রেমিকার চেয়ে অন্য সহ–অভিনেত্রীর সঙ্গে কাজ করলেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সাইফ বলেন, “স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়। কারণ, অন্য সহ–অভিনেত্রীর সঙ্গে কাজ করলে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়, যা অভিনয়ের মান বাড়ায়।”
যদিও তিনি স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে ‘এলওসি কারগিল’, ‘ওমকারা’, ‘টাশান’, ‘রোডসাইড রোমিও’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন, সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কখনো পর্দায় দেখা যায়নি তাঁকে।
এর আগেও, ২০২১ সালে পিংকভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, “আমরা ঘরে একসঙ্গে থাকি, তাই কাজের জায়গা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াই ভালো। একসঙ্গে কাজ করতে হলে এমন কোনো বিশেষ প্রকল্প হতে হবে যা দুজনকেই সমানভাবে আগ্রহী করবে।”
একই সাক্ষাৎকারে সাইফ আরও বলেন, “যে পরিচালক আমাদের কাস্ট করবেন, তাঁকে আমাদের কেবল স্বামী–স্ত্রী নয়, পেশাদার অভিনেতা হিসেবেও ভাবতে হবে।”
এদিকে, কারিনা কাপুর খানকে সামনে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম-ড্রামা ‘দায়রা’ সিনেমায়। অন্যদিকে সাইফ ব্যস্ত প্রিয়দর্শনের ‘হাওইয়ান’ ছবির কাজে, যেখানে তাঁর সহশিল্পী অক্ষয় কুমার ও সায়ামি খের।







