(ক্রাইম রিপোর্টার),গোদাগাড়ী রাজশাহী:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক যাচাইয়ে চুড়ান্ত মনোনীত মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এই আসনে মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক যাচাইয়ে চুড়ান্ত মনোনীত মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এই আসনে মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা।
শুক্রবার ( ১৪ নভেম্বর) বিকেলে এই দাবিতে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা। মহিশালবাড়ী গরুহাটে জমায়েত হয়ে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে এসে জনসমাবেশ করেন।এসময় বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ্বালিয়ে শরীফ উদ্দীনের মনোনয়ন বিষয়ে প্রতিবাদ জানায়। এসময় রাজশাহী চাপাই মহাসড়কে লোকে লোকারণ্য হলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে সুলতানুল ইসলাম তারেক তার সমর্থকদের সরে যেতে বলেন।
বিএনপির কেন্দ্র ঘোষণা অনুযায়ী আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসন থেকে মেজর জেনারেল শরিফ উদ্দিনকে প্রাথমিকভাবে মনোনয়ন নিশ্চিত করা হয়। এতে গোদাগাড়ী তানোরের বাকি মনোনয়ন প্রত্যাশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন।
জানা যায়, মনোনয়ন ঘোষনার সময় মনোয়ন প্রত্যাশী এডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক লন্ডনে অবস্থান করছিলেন। আরেক প্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন হাইকোর্ট বিভাগে জরুরী প্রোগ্রাম থাকায় তিনিও তেমন সময় দিতে পারেন নাই। এতে আব্দুস সালাম প্রিন্স বিপ্লব ও ইঞ্জিনিয়ার জুয়েল সহ সকলে একত্রিত হয়ে এই মনোনয়ন প্রক্রিয়ার বিরোধিতা করেন।
সুলতানুল ইসলাম তারেক বলেন, জনপ্রিয়তার অনুসারে আমি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার হকদার। হাইকমান্ড পুনর্বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন এটা আমি প্রত্যাশা করি।







