বলিউডে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটলো—মীনা কুমারীর বায়োপিকে পর্দায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। সংবাদমাধ্যম মিড-ডে জানায়, সিদ্ধার্থ পি. মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় কিয়ারাই মীনা কুমারীর চরিত্রে অভিনয় করবেন।
মীনা কুমারীর বায়োপিক তৈরি করতে তার পরিবারের অনুমতি মিলেছে। সিনেমার মূল গল্প কেন্দ্রবিন্দুতে রয়েছে মীনা কুমারী ও ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহির বেদনাবিধুর সম্পর্ক।
কিয়ারার এই প্রজেক্টে অভিনয় করা তার প্রথম বায়োপিক এবং মা হওয়ার পর ক্যামেরায় ফেরার বড় সুযোগ। চরিত্রের জন্য তিনি উর্দু ভাষা শিখছেন। শুটিং শুরু হবে ২০২৬ সালের প্রথমার্ধে এবং একই বছরে সিনেমার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নির্মাতারা মনে করছেন, কিয়ারার মধ্যে মীনা কুমারীর আবেগ, গভীরতা ও আভিজাত্য ফুটিয়ে তোলার যথেষ্ট ক্ষমতা আছে। এই চরিত্রে সফলভাবে অভিনয় করতে পারলে কিয়ারাকে নতুন ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে স্বীকৃতি মিলবে।







