মীর ইমরান, মাদারীপুর:
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পাচ্চর গোলচত্তর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনীয় মতবিনিময় সভা শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দের অন্যতম মুখ মাদারীপুর -১( শিবচর ) বিএনপি সংসদীয় প্রার্থী কামাল জামান মোল্লা।
তিনি বলেন, “বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৩ নভেম্বর জ্বালাও-পোড়াও ও রাস্তা অবরোধের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু শিবচরের বিএনপি নেতাকর্মীরা আমার নেতৃত্বে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছেন।”
তিনি আরও দাবি করেন যে, “নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে চাইলে বিএনপিও জনগণকে সাথে নিয়ে যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে। আগামী ১৬ নভেম্বর থেকে বিএনপি মাঠে থাকবে এবং ১৭ নভেম্বর স্বৈরাচারী শক্তিকে মাঠে নামতে দেওয়া হবে না।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন,“১৯৭১ সালে রাষ্ট্রবিরোধী অবস্থানের পরও তাদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো তারা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রে যাদের আইনি স্বীকৃতি নেই, তারা কিভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কথা বলে-এটি গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও সতর্ক করে বলেন“কোনও ধরনের অরাজকতা বা ষড়যন্ত্র করলে দেশের মানুষ তা মেনে নেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম।
এছাড়া বক্তব্য রাখেন-বিএনপি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাদবর,বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে- জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা, স্বাধীন নির্বাচন কমিশন গঠন,এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো নির্মাণ।
নেতারা শিবচরসহ মাদারীপুর জেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানস্থল বেলুন, ব্যানার ও রঙিন ঝালরে সাজানো ছিল। ব্যানারে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের ছবি ও ৩১ দফা কর্মসূচির নানা দিক তুলে ধরা হয়। মতবিনিময় সভায় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে পুরো এলাকার উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিবচরের অন্যান্য ইউনিয়নেও ধারাবাহিকভাবে ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হবে।







