বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। জ্যোতি অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়র খেলোয়াড়দের প্রতি শারীরিক হুমকির অভিযোগ পেয়েছেন জাহানারা।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা জাহানারা কালের কণ্ঠকে বলেন, “জ্যোতি জুনিয়রদের প্রচুর মারধর করে। এই বিশ্বকাপের সময়ও আমাকে জুনিয়ররা এমন ঘটনা জানিয়েছে। দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে থাপ্পড় মেরেছে।”
তিনি আরও দাবি করেন, জ্যোতি ক্ষমতার অপব্যবহার করেন এবং ফিটনেস সেশন নিয়মিত পালন করেন না। সহকারী কোচের সঙ্গে ব্যাটিং অনুশীলন করার সময় জুনিয়ররা অনৈতিকভাবে শারীরিক কাজ করতে বাধ্য হয়। জাহানারা উদাহরণ হিসেবে বলেন, “সিলেটে প্রচণ্ড গরমে ফিটনেস সেশন শেষে জুনিয়ররা জ্যোতির কিটব্যাগ টেনে মাঠ থেকে মাঠে নিয়ে যায়।”
জাহানারা জানান, জ্যোতি জোর করে জুনিয়রদের শারীরিক সেবা করান, যেমন চুলে তেল দেওয়া বা মাথা টেপানো। এছাড়া তিনি অভিযোগ করেন, জ্যোতির একটি বিশেষ গ্রুপ আছে, যার সদস্যরা পিংকি (ফারজানা হক), ইশমা (তানজিম), রাবেয়া এবং সম্প্রতি সুমাইয়া। জাহানারা বলেন, “এরা যে কী করতে পারে, তার কোনো ধারণাই নেই।”







