Khadimul Sardar, Berobi Correspondent:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ডিজিস্টার ম্যানেজমেন্ট (পিএমডিএম)’ শীর্ষক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই ) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তাঁর বক্তব্যে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ ও তা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে যারা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন, তারা এখান থেকে প্রাপ্ত জ্ঞানগুলিকে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌছে দিতে পারবেন। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে দুর্যোগের মাধ্যমে সংঘটিত ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মো: এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।