অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একমাত্র শতবর্ষী বিদ্যাপীঠ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজে।প্রতিষ্ঠান থেকে এবছর একমাত্র শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫পেয়ে “বিপি’র মান রেখেছে ইতি”।
শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫সালের এসএসসি(সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংনেন ২৮৪জন শিক্ষার্থী।এরমধ্যে উত্তীর্ণ হয়েছ১৮৯জন,অকৃতকার্য হয়েছেন ৯৫জন।আর শুধুমাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি “ইতি রানী সরকার”।উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের (ডেকোরেটর)দ্বিপক সরকার ও নিশা রানী দম্পতির সর্বকনিষ্ঠ সন্তান “ইতি”।
মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে অনান্য বছর একাধিক জিপিএ-৫ প্রাপ্ত থাকলেও এবছর মানবিক শাখা থেকে এসএসসি’তে উত্তীর্ণ “ইতি রানী সরকার” তার নিজস্ব মেধা দিয়ে সফলতার সহিত সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।তার বাবা মায়ের সপ্নকে আরো একধাপ এগিয়েছেন তিনি।
মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ রিপন কুমার তালুকদারের জানান, একটি মাত্র মেয়ে “ইতি” আমাদের বিদ্যালয়ের মান রেখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে চেষ্টার অসাধ্য কোন কাজ নেই।তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক সম্মাননা জানানো হবে।
মধ্যনগর দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের শাখা ব্যাবস্থাপক মোঃখাইরুল বাসার প্রতিনিধিকে বলেন,আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরেই একাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করি।এবছর প্রথমেই ইতি রানীর নামটি লিপিবদ্ধ করে রেখেছি।দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে সর্ব্বোচ্চ সহযোগিতার সহিত উৎসাহ দেয়া হবে।
কবি অসীম সরকার জানান,ইতি আমার গ্রামের তথা মধ্যনগরের গৌরব।অজিত স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ইতি’কে সম্মাননা স্মারক দেয়া হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু করা যায় কিনা বিষয়টি ভেবে দেখবো।