সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকেলে জুলাই শহীদ স্মরণে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেননের নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারন ও মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মৌন মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন , ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। আপনারা দেখেছেন পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে কিভাবে পাখির মতো গুলি করে হতা করেছে। গত ১৫ বছর আমাদের নেতাকর্মীদের নামে শতশত মামলা দেওয়া হয়েছিল জেলে যেতে হয়েছিল নেতাকর্মীদের, ঘরে ঘুমাতে পারে নাই। তিনি আরো বলেন, আমরা পরিচয় লুকিয়ে আওয়ামীলীগের সাথে হাত মিলাইয়া রাজনীতি করি নাই। বিএনপি গণমানুষের দল। শেখ হাসিনা হাজার হাজার গুম খুন করেও ক্ষমতায় থাকতে পারে নাই। ভালোয় ভালো দ্রুত নির্বাচন দিন, জনগণ ভোটের মাধ্যমে যাদের নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে।
মৌন মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে , জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।