প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা মানবজাতিকে জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে সাহস ও অনুপ্রেরণা জোগায়।
শনিবার (৬ জুলাই) আশুরা উপলক্ষে সংবাদ সম্মেরনে তিনি এ কথা বলেন।
প্রফেসর ইউনূস বলেন, “হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ ইসলামের সত্য ও ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে কারবালার প্রান্তরে যে আত্মত্যাগ করেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি বলেন, “ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম। সেই ধর্মের আদর্শ রক্ষায় হিজরি ৬১ সনের ১০ মহররম তারিখে ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথীরা যে দৃঢ়তা ও আত্মোৎসর্গ করেছেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, আশুরা শুধু বিয়োগাত্মক একটি দিন নয়, এটি ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। “হাদিসে পবিত্র আশুরার দিনে দুটি রোজা রাখার গুরুত্ব দেওয়া হয়েছে। এ দিনেই বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে,” বলেন তিনি।
তিনি বলেন, “এই মহিমান্বিত দিনের তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের বেশি বেশি নেক আমল করা উচিত। একইসঙ্গে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”