সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেত্রী সুমনা ইয়াসমিনের অভিনীত নাটক ‘হরবোলা’। নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। যদিও এর আগেও তিনি কয়েকটি নাটকে অভিনয় করেছেন, তবে এই নাটকে অভিনয়ের সুযোগ পান পরিচালক ইবনে জোবায়েরের কাছ থেকে।
সুমনা মূলত বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কোনাবাড়ীতে কলেজ পর্যন্ত পড়াশোনা শেষে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
নাটক ‘হরবোলা’ সম্পর্কে সুমনা বলেন,“নাটকের গল্পটা একদম আলাদা। আমি সব সময় একই রকম চরিত্রে কাজ না করে ভিন্ন কিছু করতে চেয়েছি। সেই চিন্তা থেকেই কাজটি করা। নাটকটি অনেকেই পছন্দ করেছেন, এটা ভালো লাগার বিষয়।”
তিনি জানান, নাটকে তিনি মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তুলে ধরা হয়েছে পুরোনো দিনের গল্প।
“আমার পুরোনো দিনের গল্প খুব ভালো লাগে, বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে টানে। যখন পরিচালক রুবেল আনুশ ভাইয়া গল্পটা শেয়ার করেন, তখন বলি— এমন গল্পই তো খুঁজছিলাম।”
অভিনয়ে আসার পেছনের গল্প জানিয়ে সুমনা বলেন,“আমি কোনো পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে ভিডিও করতাম। সেখান থেকেই ইমরান মাহমুদুল ভাইয়ের ‘মন বোঝে না’ গানের ভিডিওতে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি করি।”
এরপর ফেব্রুয়ারিতে তার প্রথম নাটক ‘পাঁজর ৩’ মুক্তি পায়। এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন তিনি।
ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সুমনা বলেন,“আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ যদি আমার কাজ পছন্দ করে, তাহলে কাজটা করে যেতে চাই।”