নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল আরেকটি বড় সাফল্যের দ্বারপ্রান্তে। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে মূল পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে টাইগ্রেসরা। দলের দুই গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা।
মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ফিফা র্যাংকিয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের ১৯তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের উপর ফাউলের পর পাওয়া ফ্রি কিক থেকে দ্বিতীয়বার বল পেয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ঋতুপর্ণা।
২৪ মিনিটে আবারও সুযোগ তৈরি করেছিলেন ঋতুপর্ণা। বাঁ-প্রান্ত থেকে তার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধে গোল শোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে মিয়ানমার, তবে বাংলাদেশের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি।
বিরতির পরও মিয়ানমার আক্রমণের ধার অব্যাহত রাখলেও বাংলাদেশের ডিফেন্স তাদের গোলবঞ্চিত রাখে। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেটে নিয়ে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমান মিয়ানমারের উইন উইন। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লাল-সবুজের মেয়েরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে।