দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার শুরু হচ্ছে ৫০ ওভারের নতুন যুদ্ধ। শ্রীলংকার ঘরের মাঠে আজ (২ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। এবার দলের নেতৃত্বে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, শ্রীলংকাকে নেতৃত্ব দিচ্ছেন চারিত আসালঙ্কা।
এবারই প্রথম ২০০৫ সালের পর বাংলাদেশ ওয়ানডে একাদশে ‘ফ্যাব ফাইভ’-এর সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ, মাশরাফি কেউ নেই।
গত বছর বাংলাদেশেই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও নির্ধারক ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নেয় শান্তর দল।
ম্যাচগুলো শ্রীলংকার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খারাপ। শেষ ৬ ওয়ানডে ম্যাচে হেরে বসে আছে।
লংকানরা দারুণ ফর্মে রয়েছে সম্প্রতি ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডকে হারিয়েছে।
এখন পর্যন্ত মোট ৫৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। শ্রীলংকা জয়ী ৪৩ ম্যাচে, বাংলাদেশ জয়ী ১২টি ম্যাচে।
সিরিজ হিসেবেও শ্রীলংকার দখলে ৬টি সিরিজ, বাংলাদেশের মাত্র ২টি। শ্রীলংকার মাঠে এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
আজকের লড়াই ও পরবর্তী সূচি
প্রথম ওয়ানডে: আজ, ২ জুলাই, কলম্বো
দ্বিতীয় ওয়ানডে: ৫ জুলাই, শনিবার, কলম্বো
তৃতীয় ওয়ানডে: ৮ জুলাই, মঙ্গলবার, পাল্লেকেলে
এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।