‘টুয়েলফ্থ ফেল’-এর মনোজ শর্মা চরিত্রে মন কাড়া অভিনয়ের পর অভিনেতা বিক্রান্ত ম্যাসি বলিউডে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। বাস্তব জীবনের আইপিএস অফিসার মনোজ শর্মার জীবনের সংগ্রাম উঠে এসেছিল এই ছবিতে, যা বিক্রান্তের নিজের জীবনেও অনেকটাই প্রতিধ্বনি তোলে। কারণ বিক্রান্ত নিজেও বেড়ে উঠেছেন এক সাধারণ, ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় পরিবারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার সদ্য এক বছর পূর্ণ হওয়া ছেলে বেদান্ত-এর জন্ম সনদে ধর্মের ঘর ফাঁকা রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। বিক্রান্ত বলেন,“ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয়। সরকারের কোথাও বলা নেই যে সন্তান জন্মের সনদে ধর্ম লিখতেই হবে, তাই আমরা সেটা করিনি।”
বাবা খ্রিস্টান, যিনি নিষ্ঠার সঙ্গে ধর্মীয় রীতি পালন করেন। মা শিখ ধর্মে বিশ্বাসী। আর ভাই মুসলিম, যিনি মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। আর বিক্রান্ত নিজে হিন্দু ধর্মে আস্থা রাখেন।
এই মিশ্র ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর মানসিকতায় গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন,“আমি গির্জা, মসজিদ, মন্দির—সব জায়গায় গিয়েছি। সব জায়গাতেই আমি শান্তি খুঁজে পাই।”
ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই বিক্রান্ত চান, তার সন্তান ধর্মের নামে বিভাজনের পথে না হেঁটে মানুষের মধ্যে সংহতি খুঁজে পাক।
“আমি খুব কষ্ট পাব যদি কখনও দেখি আমার সন্তান ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ফারাক করছে। ওকে শেখাতে চাই যে ধর্ম মানুষের তৈরি, আর মানুষই সবচেয়ে বড়।”
বিক্রান্তের স্ত্রী শিভানী মথুর হিন্দু ধর্মে বিশ্বাসী। তাঁদের বিয়ে হয়েছে হিন্দু রীতি অনুযায়ী। কিন্তু সন্তানকে কোনো নির্দিষ্ট ধর্মে আবদ্ধ না রেখে, বিক্রান্ত ও শিভানী তাকে বড় করতে চান এক মানবিক ও মুক্ত চিন্তার পরিবেশে।