বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়শই পেশাদার ক্যারিয়ারের চেয়ে বেশি আলোচনায় থাকে। সেই তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন আমির খান। একাধিক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে বারবার শিরোনামে উঠে আসেন এই অভিনেতা। বর্তমানে তিনি বেঙ্গালুরুর লেখিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে খবর।
তবে কিছু বছর আগে আমিরের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর ঘনিষ্ঠতা ঘিরে ব্যাপক আলোচনা চলেছিল বলিউডের অন্দরমহলে। ‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করা ফাতিমা তখন প্রায়ই দেখা যেত খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে। আমির-কন্যা আইরার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। আইরার জন্মদিন থেকে শুরু করে বাগ্দান—সবখানেই উপস্থিত থাকতেন ফাতিমা।
কিন্তু আচমকা ফাতিমার অনুপস্থিতি প্রশ্ন তুলেছে ভক্তদের মনে। আইরার বিয়েতে তার অনুপস্থিতি অনেককে ভাবিয়ে তুলেছে—তবে কি আমিরের সঙ্গে সম্পর্কের জেরে মেয়ের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে ফাতিমার?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা জানিয়েছেন,“কয়েক বছর আগে আমি থেরাপির প্রয়োজন অনুভব করি। সেই সূত্রেই আইরার সঙ্গে আমার যোগাযোগ শুরু হয়। শুধু আমি নয়, আমার কয়েকজন বন্ধুও ওর সাহায্য নিয়েছিল। আইরা অসাধারণ মনের মেয়ে—সাহায্য করতে ভালোবাসে, খুব যত্নশীল।”
তবে এখন সেই বন্ধুত্বও প্রায় মুখ দেখাদেখি বন্ধ অবস্থায় পৌঁছেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ফাতিমা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় বর্মার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও ফাতিমা নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করে এসেছেন সবসময়।
২০১১ সালে প্রথম স্ত্রী রীনা দত্তকে ডিভোর্স দেওয়ার পর আমির খান বিয়ে করেন কিরণ রাও-কে। সেই সম্পর্কও ভেঙে যায় ২০২১ সালে। এরপরই ফাতিমার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন আরও প্রবল হয়।