বলিউড কাঁপানো দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ একসময় ছিল বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত অধ্যায়। পরস্পরের প্রতি ব্যঙ্গ, কটাক্ষ ও ঠাট্টা-বিদ্রুপে সরগরম হয়ে উঠত সংবাদমাধ্যম। তবে সময়ের সাথে পাল্টেছে মনোভাব—সম্প্রতি আমির খানের এক মন্তব্যে যেন সেই পুরোনো দ্বন্দ্বে টানা পড়ল বন্ধুত্বের পর্দা।
এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমির বলেন, “একটা সময় ছিল, যখন আমরা একে অপরের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয়, তখন শাহরুখ হয়তো আমার ওপর কোনো কারণে বিরক্ত ছিল। তবে আমি সাধারণত কারও নাম করে কিছু বলি না, তাই বিষয়গুলো নিয়ে কখনও কথা বলিনি।”
এই বক্তব্যে স্পষ্ট, আমির খান এখন সেই অতীতের তিক্ততাকে ‘ছেলেমানুষি’ হিসেবেই দেখছেন। বলিউডে প্রায় একই সময়ে আত্মপ্রকাশ করা এই দুই তারকার মধ্যে বক্স অফিস দখলের প্রতিযোগিতা একসময় ছিল তুঙ্গে। ২০০৯ সালের শেষ দিকে মাত্র কয়েক মাসের ব্যবধানে মুক্তি পায় শাহরুখের ‘মাই নেম ইজ খান’ এবং আমিরের ‘থ্রি ইডিয়টস’—দুই ছবিই তখন আলোচনায় ছিল প্রতিযোগিতার নিরিখে।