ঈদের ব্যস্ততা শেষ করেই অভিনয় থেকে দুই মাসের বিরতিতে যাচ্ছেন তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। গেল ডিসেম্বর থেকে একের পর এক কাজ করে চলেছেন তিনি। ভালোবাসা দিবস, ঈদুল ফিতর, এমনকি ঈদুল আজহার আগেও প্রায় ১৫টি নাটকের কাজ করেছেন। এই টানা ব্যস্ততায় পরিবার ও নিজের জন্য সময় হয়ে উঠছিল না বলেই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জোভান।
তিনি বলেন, “সব সময়ই বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু গত কয়েকটা মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকব। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাব, নিজের মতো করেও থাকা দরকার।”
বিরতির পর আগস্টে কাজ শুরু করতে পারেন তিনি। তবে এখনো নির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ ঠিক করেননি। কিছু নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছে, ভালো গল্প পেলে সেই অনুযায়ী কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
এই কোরবানির ঈদে ইমরোজ শাওন পরিচালিত নাটক ‘আশিকি’ দিয়ে আলোচনায় ছিলেন জোভান। নাটকটি মুক্তির প্রথম দিনেই ভিউয়ের দিক দিয়ে বাংলা নাটকে রেকর্ড গড়ে। নাটকে তার সহশিল্পী ছিলেন নাজনীন নীহা। গতকাল (সোমবার) পর্যন্ত নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে ছিল।
এছাড়া মাহমুদ মাহিন পরিচালিত ‘মন বদল’ নাটকেও প্রশংসিত হয়েছেন জোভান। এখানে তার বিপরীতে ছিলেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি বর্তমানে ট্রেন্ডিংয়ের ২ নম্বরে অবস্থান করছে।
চলমান সাফল্যের মাঝেও নিজের ও পরিবারের প্রাধান্যকে অগ্রাধিকার দিয়ে জোভানের এই বিরতির সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।