২০২৪–২৫ অর্থবছরের জন্য সরকারি অনুদান পাচ্ছে মোট ৩২টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সোমবার এসব সিনেমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
সূত্র বলছে, এ বছর রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে অনুদানের জন্য। পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবির চিত্রনাট্য জমা পড়ে। অন্যবারের তুলনায় এবার জমা পড়া ছবির সংখ্যা দ্বিগুণ হওয়ায় অনুদানের পরিমাণ ও সংখ্যা দুটোই বৃদ্ধি করা হয়েছে।
তিন ধাপে বাছাইপ্রক্রিয়া
সরকারি অনুদানের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তিনটি ধাপে যাচাই-বাছাই করা হয়।
১. চিত্রনাট্য বাছাই কমিটি প্রথম ধাপে প্রায় অর্ধেক ছবিকে প্রাথমিকভাবে বাছাই করে।
২. এরপর অনুদান বাছাই কমিটি যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে সুপারিশ করে।
৩. সর্বশেষ তৃতীয় ও চূড়ান্ত ধাপে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন দেওয়া হয়।
তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কোন কোন ছবি চূড়ান্ত হয়েছে, তা জানাতে রাজি নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য ২০ লাখ টাকা করে, মোট অনুদানের পরিমাণ ১৩ কোটি টাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ অথবা খুব শিগগিরই সরকারি অনুদানের প্রাপ্ত ছবির চূড়ান্ত তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।