গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাহার মাতুব্বরের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক তার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি সাহেবের চর বাজার এলাকায় তাকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আতাহার মাতুব্বর জানান, অভিযুক্তদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নিরুপায় হয়ে তিনি আড়াই লাখ টাকা প্রদান করলেও, বাকি টাকা না দেয়ার কারণে গত শনিবার সকালে সাহেবের চর বাজারে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় জড়িতদের মধ্যে কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে অভিযুক্ত একজন যুবক এই অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি সদস্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।