Chaithowaimong Marma, Staff Correspondent:
জুলাই-আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদলনেতা ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের আত্মদান স্মরণে ও আহতদের সুস্হতা কামনা করে ন। (২৮ জুলাই ২০২৫) জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে আজ এশার নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিল বিবিরহাট সুন্নীয়া মাদ্রাসা মসজিদে অনুস্ঠিত হয়। মিলাদ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।
মোনাজাতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের আত্মদানকে শহীদি মর্যাদায় কবুল করে আল্লাহর নিকট তাদের জান্নাত নসীবের প্রার্থনা জানানো হয় ও আহত জুলাই যোদ্ধারা যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্যে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। শহীদ ও আহত পরিবারদের সদস্যদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এর বিশেষ নজর যাতে অব্যাহত থাকে সেজন্যে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আর ইউ চৌধুরী শাহিন ভাই আহবান জানানোর সাথে সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন যদি বিএনপি জনগণের সেবা করার সুযোগ পায় তবে জুলাই শহীদ পরিবার এবং আহতদের সর্বোচ্ছ মূল্যায়ন করা হবে ।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ জিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস পাঁচলাইশ থানার সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু আর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসাস পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের পর সুন্দর একটা নাতে রাসুল পরিবেশন করেন পাঁচলাইশ থানা জাসাসের ক্রীড়া সম্পাদক সোহেল রেজা এছাড়াও উপস্থিতর মধ্যে ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসাইন রনি, আব্দুল কাইয়ুম, আলাউদ্দিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব, সহ-সাধারন সম্পাদক বাহার উদদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক মোঃ সুমন, সাংস্কৃতিক সম্পাদক হেফাজ উদদীন, জনাব মোঃ রুবেল ও আবু তাহের সায়মন প্রমুখ নেতৃবৃন্দ।