Shahiduzzaman Shimul, Satkhira:
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
শুক্রবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহত উদয় ঢালী একই উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।
আহত উদয় ঢালী জানান, তিনি কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যানে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে দহাকুলা ভাটার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় সুলতান আলী রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়ে পিকআপ চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আহত উদয় ঢালী স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আরও জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে, বিশেষ করে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে ছোট-বড় খাদের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।