Limon Mia, Sarishabari (Jamalpur) Representative:
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে “এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামে শহীদ রাব্বী মিয়ার স্মরণে একটি নিমগাছ রোপণ করা হয়। একইসঙ্গে তার কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ রাব্বী মিয়া ২০০২ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে শহীদ হন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। তাঁর পিতা মো. আব্দুর রহিম এবং মাতা মোছাঃ রাজিয়া বেগম।
উক্ত কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ, জামালপুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।