স্টাফ রিপোর্টার , বগুড়া :
বগুড়া শহরের ব্যস্ততম চারমাথা মোড়ে পুলিশের পোশাকে ঘোরাফেরা করার সময় জনতার সন্দেহে ধরা পড়েছেন এক ভুয়া পুলিশ সদস্য। শুক্রবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি দীর্ঘক্ষণ চারমাথা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার কথাবার্তা, হাবভাব ও অবস্থানে সন্দেহ হওয়ায় উপস্থিত জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। নিজেকে পুলিশের একজন সদস্য দাবি করলেও তিনি কোনো পরিচয়পত্র, ব্যাজ কিংবা নিয়োগসংক্রান্ত দলিলপত্র দেখাতে ব্যর্থ হন।
সন্দেহ আরও গভীর হলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে বিষয়টি বগুড়া সদর থানায় জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তি ‘আ. কুদ্দুস’ নামে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এর আগেও একই কায়দায় বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা করেছেন।
বগুড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সচেতনতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরণের প্রতারকচক্র সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের প্রধান উপায়।