মো. সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
সারাদেশের নৌরুটে পর্যায়ক্রমে ছয়টি নতুন ফেরি সংযোজন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “নতুন ফেরি সংযোজনের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে। তবে এটি দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ঘাটগুলোর আধুনিকায়ন সরকারের পরিকল্পনায় রয়েছে, তবে তা বাস্তবায়নে সময় ও অর্থের সংস্থান গুরুত্বপূর্ণ বিষয়।”
তিনি আরও বলেন, “পাটুরিয়া ১ ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে—এ তথ্য আমার জানা আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাট দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
পরে তিনি আরিচা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেজ পরিদর্শন করেন এবং নৌপথ রক্ষায় ড্রেজিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির শীর্ষ কর্মকর্তাবৃন্দ, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা।